For sale by: Md Zahidul Haque (Zh Prince), 31 Oct 2024 07:14 pm Location: Khulna, Khulna
Sundarban Tour Package সুন্দরবন ভ্রমন। (খুলনা-সুন্দরবন-খুলনা) ৩ দিন ২ রাত ভ্রমণ তারিখ: নভেম্বর ০৮,০৯,১০ ২০২৪ ভ্রমণ স্পট : হাড়বাড়িয়া/আন্দার মানিক বাদাম তলা সী বীচ টাইগার পয়েন্ট কটকা অফিস পাড় দুবলার আলোরকোল হিরণ পয়েন্ট/নীলকমোল করমজল খাবার : প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত। ১ম দিন: সকাল ৭:৩০ খুলনা থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।পশুর নদী ধরে শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে। দুপুরের খাবার খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছনে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি জলের পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো। শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে। ২য় দিন: খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান। একি পথ ধরে ফিরে এসে ট্রলারে করে যাবো কটকা অফিস পাড় । খুব কাছ থেকে হরিণের পাল দেখে ফিরবো শীপে ৷ শীপ যাবে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে। বিকালে জোয়ার ভাটা দেখে আমরা নামবো হিরণ পয়েন্টে। এবং ফিরে আসবো সন্ধার পূর্বে। এরপর আমরা সন্ধার পর নামবো শুটকি পল্লী দুবলার চরের আলোর কূলে। দুবলার সী বীচের সৌন্দর্য উপভোগ করবো পূর্ণ পূর্ণিমার আলোতে। এরপর যাবো করমজলের উদ্দেশ্যে। ৩য় দিনঃ করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো। নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন। সুন্দরবন ভ্রমণের করনীয় : উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা। কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা। পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না। এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো। জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে। যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা। জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না। গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না। স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা। গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা। আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। সাথে কি কি নিবেন: প্রয়োজনীয় ঔষধ। টুথ ব্রাশ ও পেস্ট। ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক সাবান,শ্যাম্পু রেইন কোর্ট বা ছাতা ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী। যোগাযোগ : Sundarban Best Tour Bd. 974, Upper Jessore Road, Tata Automobiles Building (2nd floor), Khulna-9100. Mob +8801795530 Mail: infoseait84@gmail.com
Similar ads