For sale by: Kashful Ad & Press, 23 Feb 2022 09:25 pm Location: Dhaka, Faridpur
গ্রাফিক্স ডিজাইন কি? কোন ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা মাধ্যমে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা বা প্রেজেন্টেশনই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন শিখে কি কোন লাভ আছে? বর্তমান যুগের একটি বিখ্যাত এবং সুপরিচিত ইনকাম সোর্চ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কারণ বর্তমানে গ্রাফিক্স ডিজাইন শিখে লাখো মানুষ তাদের স্বচ্ছলতা ফিরে পাচ্ছে, পাচ্ছে ইনকামের একটি ভালো এবং কমফর্টেবল উপায়। তবে গ্রাফিক্স ডিজাইন শিখে সফল হব, কথাটা বলা যত সহজ আসলে কাজটা ততটা সহজ না। গ্রাফিক্স ডিজাইন শেখা এবং কাজ করে ইনকাম করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং গভীর অত্যবস্যায়। তবে আপনি যদি মন থেকে চেষ্টা করেন এবং নিজের লক্ষে অটুট থাকেন তাহলে আপনি সফল হতে বাধ্য। গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। তবে বর্তমানে শুধু গ্রাফিক্সের উপর ভিত্তি করেই অনেক চাকরি পাওয়া যায়। তাছাড়া আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা করতে পারেন তাহলে তো আপনার চাকরি কোন প্রয়োজনই নেই বলে আমি মনে করি। কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং করে অনেক মানুষই সফলতার সাথে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। যে যে সেক্টরে গ্রাফিক্স ডিজাইন প্রয়োজনঃ বর্তমানে প্রায়ই সকল ক্ষেত্রেই এখন তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত। বর্তমান হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ। এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল প্রায়। ডিজিটাল মার্কেটিং এর প্রায়ই সকল কাজেই গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে যেখানে অনেক পরিমানে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। যেমন গার্মেন্টস সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী মধ্যে বিখ্যাত এবং সুপরিচিত। চাহিদা সমূহঃ বর্তমানে সারা বিশ্বে ভিজুয়াল কন্টেন্ট এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও বেড়েই চলেছে। সামাজিক ওয়েবসাইট থেকে শুরু করে সকল ওয়েব এবং কোম্পানির জন্য গ্রাফিক্স ডিজাইন আবশ্যক প্রায়ই। কাজের সুবিধাঃ গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি মুক্ত পেশা (ফ্রিল্যান্সিং) ঘরে বসেই করতে পারবেন। আপনাকে কোন প্রতিষ্ঠান বা কোন নির্দিষ্ট যায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। আপনি চাইলে চাকরির পাশাপাশি এই ফ্রিল্যান্সিং করতে পারেন। বর্তমান যেহেতু প্রযুক্তি নির্ভর বিশ্ব তাই আশা করি, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে অল্প সময়ে আপনার চাহিদা সম্পূর্ণ টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি বিভিন্ন কোম্পানির চাকরিও খুজে নিতে পারেন।
Similar ads
More ads from Kashful Ad & Press