For sale by: akib hossain, 29 Mar 2020 11:20 am Location: Dhaka, Dhaka, Dhanmondi
#ডায়বেটিস_কি? আমার মনে হয় এটাকে রোগ না বললে খুব একটা ভুল কিছু হবে না। যদিও বাংলাদেশের কোটি লোক এই সমস্যায় ভুক্তভুগী। ভয়ের কোন কারণ নেই, আসুন জেনে নিই। আমাদের শরীরে আরও দশটা অঙ্গ এর মত পেনক্রিয়াস আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা ইনসুলিন তৈরি করে। ইনসুলিন তৈরি করে গ্লুকাগন যা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের অতিরিক্ত সুগার খেয়ে ফেলে এবং আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। সমস্যাটা হল যখন এই পেনক্রিয়াস দুর্বল হয়ে পড়ে ইনসুলিন তৈরির পরিমাণ কমে যায় এর ফলে ব্লাড এ সুগার বেড়ে যায়। আমরা এটাকে ডায়বেটিকস বলি। #প্রতিকারঃ ১। পেনক্রিয়াসকে সক্ষম করা। ২। নিয়মিত হাটা, ব্যায়াম, কায়িকশ্রমের মাধ্যমে অতিরিক্ত সুগার ধ্বংস করা। ৩। সুগার বাড়ে এমন খাবার কম খাওয়া, পরিমান মত ডায়েট করা। ৪। শর্করা জাতীয় খাবার কম বা পরিমান মত খাওয়া, যেমনঃ ভাত, চিনি, আলু, মিষ্টি ইত্যাদি। ৫। তেতো খাবার, শাকসবজি, ডুমুর, ঢেঁড়স, কালোজিরা, মেথি, জামবীজ ইত্যাদি পেনক্রিয়াস এর কার্যক্ষমতা বাড়ায়। #এক্সিলেন্ট_ওয়ার্ল্ড_এর_নিম্নলিখিত_পণ্যগুলো আপনাকে ডায়বেটিস থেকে সারজীবন দূরে রাখবে ইনশাআল্লাহ। ১। ডায়বেটিস চা। ২। গ্লুকোজ কন্ট্রোল। ৩। বিটারেক্স। ৪। তুলসী জুস। এই চারটা পণ্য দিয়ে চিকিৎসা শুরু করে হাজার লোক সুস্হ আছেন। নিজে ভাল থাকুন ও অন্যকে ভাল থাকতে সহায়তা করুন। উক্ত পণ্যগুলো ব্যাবহার করলে সারাজীবন ট্যাবলেট বা ইনসুলিন নিতে হবে না। ডায়াবেটিস নিল হওয়ার ভয় নাই। #যারা ইনসুলিন নিচ্ছেন ৩-৬ মাস পর থেকে অার ইনসুলিন নিতে হবে না।কারণ এই সময়ের মধ্যে অাপনার পেনক্রিয়াসই ইনসুলিন উৎপন্ন শুরু করবে ইনশাল্লাহ। #মনে_রাখবেনঃ ইনসুলিন অথবা ওষুধ নয় প্রাকৃতিক উৎপাদিত খাবার গ্রহণের মাধ্যমেই ডায়াবেটিক সম্পূর্ণ নিরাময় করা যায়। আমাদের প্রতিটা পন্য বিএসটিআইয়ের অনুমোদন সহ বাংলাদেশ খাদ্য অধিদপ্তর কতৃক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি অধিদপ্তরের অনুমোদন ও সাইন্স ল্যাব কতৃক পরীক্ষীত ও অনুমোদন প্রাপ্ত, আপনি প্যাকের উপর সকল অনুমোদন দেখতে পাবেন। নিয়মিত সেবনে ফলাফল পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাস অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ। অর্ডার করতে ফোন করুন।
Similar ads
More ads from akib hossain