ট্যানডেস্টার এমপ্লিফায়ার, এমপ্লিফায়ার টা পুরোপুরি হাতে বানানো না জাহাজের এমপ্লিফায়ার কিনার পরে আমি কিছু কাজ করে নিয়েছি,এমপ্লিফায়ারে ইকোসিস্টেম ও আছে , অরজিনাল KAMASONIC এর খোলে JBL স্পিকার লাগানো,ভালো মানের টিউটার লাগানো আছে,ব্লুটুথ এবং কড ব্যবহার করা যাবে সাথে থাকছে এফএম রেডিও, খুব সুন্দর বেজ দেই, এতো বিট দেই যে আমি বাড়িতে বাজাতে পারি না কমপ্লেন আসে, অনেক শখ করে জিনিসটা বানাইছিলাম কিন্তু ইচ্ছামতন বাজাতে না পারার কারণে বেচে দেবো কেউ নিতে চাইলে যোগাযোগ করেন, মূল্য নিয়ে কথা বলার সুযোগ থাকবে।