বিড়ালটি আমাদের খুব সখের, আর সন্তানের মত। খুব বন্ধুসুলভ ও খেলাধুলা করতে পছন্দ করে। অল্পতেই মানুষ কে খুব আপন করে নেয়। বাচ্চাদের সাথে খুব সুন্দর মিলতে পারে। নাম ধরে ডাকলে চলে আসে। অনেক কথাই বুঝে। খাবার বলতে ভাত, চিকেন, মাছ, মিস্টিকুমড়া, শশা, আলু সকল কিছুই খায়। তবে শিদ্ধ করে দিতে হয়। নিতে চাইলে যোগাযোগ করুন। অভিজ্ঞতা না থাকলে তার কাছে বিক্রয় করবো না।