১।
শাড়ির ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে katan saree। সময় বদলের সঙ্গে সঙ্গে কাতানের নকশার বুনন আর রঙে এসেছে নানা রকমের পরিবর্তন। যুগ যুগ ধরে বদলে এসেছে শাড়ির পাড়, আচল ও বুনন এর কৌশল। বাংলাদেশের তাঁতিরা বছরের পর বছর katan sari বুনছে আপন সৃজনশীলতা দিয়ে। বেনারসি শাড়ির আরেকটি হচ্ছে কাতান শাড়ি।
২।
সূতি সিল্ক সূতার সংমিশ্রণে কাতান শাড়ীটি উৎপাদিত হয়
৩।