For sale by: Mir Kashem, 25 Nov 2020 09:56 pm Location: Chittagong, Cox's Bazar
ঢাকা মেট্রো ল ২৯০৩৫১ - ছবিতে যেরকম আছে ঐরকম ফুল ফ্রেশ। ইতালিয়ান এই বাইকটির বয়স ১১ মাস ১৭ দিন। প্রয়োজনে ট্র্যাক করে চেক করে নিন। ট্যাক্স টোকেন,স্মার্ট কার্ড,ইন্সুরেঞ্চ সব ১০০% অকে। ইঞ্জিনে হাত দেয়া হয় নি একবার ও। ১২০০ টাকা দামের মটুল ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়েছে এবং ১০০০ কি.মি. পর পর পরিবর্তন করা হয়েছে।গাড়ির ভিতরে বাহিরে কোন ধরনের সমস্যা নাই। প্রতি লিটারে শহরে ৩২-৩৫ কি.মি.এবং হাইওয়েতে ৩৮-৪০ কি.মি.মাইলেজ পাওয়া যায়।সর্বোচ্চ গতিবেগ ১৪৯ কি.মি./ঘন্টা ওঠেছে। ফুল ব্লু কালারের এই বাইকটি ইয়ামাহা R15 থেকে ও দেখতে বেশী সুন্দর। আপনার বয়স যদি ৪০ এর নিচে হয় এটার বিল্ড ইন সাউন্ড কোয়ালিটির প্রেমে পরতে বাধ্য হবেন আপনি। হেড লাইট,টেইল লাইট,ইন্ডিকেটর লাইট সম্পুর্ণ এলইডি । গাড়িটির হেন্ডেলবার ৩ স্টেপ অ্যালুমিনিয়ামের তৈরী। । স্পিডোমিটার,ওডোমিটার পুরোপুরি ডিজিটাল। ওয়েট ১৫০ কেজি এবং ফুয়েল কেপাসিটি ১৩.৫ লিটার। ফ্রন্টে ইউএসডি সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন হিসাবে মনোশক সাসপেনশন ব্যাবহার করা হয়েছে। 300 mm এর ABS,CBS ডুয়েল ডিস্ক ব্যাবহার করা হয়েছে যা বাংলাদেশে প্রথম। সামনে ১১০/৭০ এবং পেছনে ১৫০/৭০ টিউবলেস টায়ার ব্যাবহার করা হয়েছে যেটি আপনাকে রাইডিং এর সময় অন্যরকম কনফিডেন্স দিবে। ৬ গিয়ার এবং ১৫৫.২ সিসি বিশিষ্ট এই বাইকের পাওয়ার ১৬ BHP @ ৮৫০০ আরপিএম। লেটেস্ট মডেলের নতুন বাইক নিছি তাই এটা ছেড়ে দিতে চাচ্ছি। রোহিঙ্গা ছাড়া বাংলাদেশের যে কোন নাগরিক যে কোন স্হান থেকে স্টাম্পে লিখিত সহকারে বাইকটি ক্রয় করতে পারবেন এবং যে কোন সময় বিআরটিএ হতে মালিকানা হস্তান্তর করে নিতে পারবেন। মুল্য যা দেয়া হয়েছে ওটাই ফাইনাল। প্রাইস নিয়ে বারগেডিং করার ইচ্ছে থাকলে কল না দেয়ার অনুরোধ থাকল। এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটে চলতে গিয়ে মানুষের আকর্ষন এটার প্রতি এতই বেশী থাকে যে প্রাইস,মেড ইন কোথায়,কিভাবে এটা কেনা যায় এইসব নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাঝে মাঝে বিরক্ত হতে পারেন। আর ও কিছু জানতে ইচ্ছুক হলে কল দিতে পারেন নিচের নাম্বারে।
Similar ads